বিনিয়োগকারীরা সর্বস্বান্ত, দুর্নীতিবাজদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৫ আগস্ট ২০১৯

পুঁজিবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন এমন অভিযোগ করে গণফোরামের পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অবিলম্বে বহিষ্কার ও গ্রেফতার দাবি করা হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধনে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ দাবি করেন।

পুঁজিবাজার থেকে অর্থ লুটপাটের নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালন করে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এই রাজনৈতিক দলটি।

স্টক এক্সচেঞ্জের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের বহিষ্কার ও গ্রেফতার দাবি জানিয়ে সুব্রত চৌধুরী বলেন, অবৈধ সরকার, ভোট চোর সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি সত্যিকারের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হলে, শেয়ারবাজারসহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসতো।

তিনি আরও বলেন, পুঁজিহারা সর্বস্বান্ত, ডেঙ্গু দ্বারা আক্রান্ত, মানুষ অবহেলিত, বন্যাকবলিত। বাঁচার উপায় নেই, দেশ আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি পরিষদ সদস্য মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন, খান সিদ্দিকুর রহমান, নাছির হোসেন, শাহ নুরুজ্জামান, জাহাঙ্গীর হাসান, মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক মিজানুর রহমান এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

এমএএস/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।