ব্লকে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৩ আগস্ট ২০১৯

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৪২টি প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ৫৩ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ৪৭ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০১ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা।

ব্লকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্যাংক এশিয়া, অলিম্পিক, ফরচুন সুজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, বেক্সিমকো ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি, ফাইন ফুডস, ইন্দো-বাংলা ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ইবনে সিনা, ইউনাইটেড পাওয়ার, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, সুহৃদ, সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ডেফোডিল কম্পিউটার্স, ইন্ট্রাকো, রূপালী ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, ইস্টার্ন হাউজিং, রেনউইক যজ্ঞেশ্বর, জেনেক্স ইনফোসিস, সিলভা ফার্মা, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, মুন্নু জুট স্ট্যাফলার্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসকে ট্রিমস, আইএফআইসি ব্যাংক এবং দুলামিয়া কটন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের। কোম্পানিটির ৯ কোটি ৪৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার ৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ কোটি ২৯ লাখ ৪ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক।

এছাড়া ফরচুন সুজের ৫ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি টাকা, আইপিডিসির ২ কোটি ৫০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকা এবং নাভানা সিএনজির ১ কোটি ১২ হাজার টাকার লেনদেন হয়েছে।

বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর মধ্যে- ফাইন ফুডসের ৯৭ লাখ ৪০ হাজার টাকা, ইন্দো-বাংলা ফার্মার ৯৪ লাখ ৩২ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭৩ লাখ ২০ হাজার টাকা, ইবনে সিনার ৬৯ লাখ ২৩ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৬৫ লাখ ৪৫ হাজার টাকা, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৬৩ লাখ ৩৬ হাজার টাকা, সুহৃদের ৫৯ লাখ ৫৮ হাজার টাকা, সামিট পাওয়ারের ৫৩ লাখ ৫২ হাজার টাকা এবং ব্র্যাক ব্যাংকের ৫২ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।

এককভাবে ব্লক মার্কেটে ৫০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ড্যাফোডিল কম্পিউটার্সের ৪১ লাখ ৫০ হাজার টাকা, ইন্ট্রাকোর ৩৭ লাখ ৬৯ হাজার টাকা, রূপালী ইন্স্যুরেন্সের ৩৫ লাখ টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩০ লাখ ১৪ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ২২ লাখ ৪০ হাজার টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের ১৬ লাখ ৮১ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ১৪ লাখ ২৫ হাজার টাকা, সিলভা ফার্মার ১১ লাখ ৪০ হাজার টাকা, ইউনিক হোটেলের ১০ লাখ ৫৬ হাজার টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।

বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ টাকা, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৫৩ হাজার টাকা, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৬ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫ লাখ ৯২ হাজার টাকা, মুন্নু জুট স্ট্যাফলার্সের ৫ লাখ ৬৮ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪৬ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ২৮ হাজার টাকা, এসকে ট্রিমসের ৫ লাখ ২৬ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৫ লাখ ২০ হাজার টাকা এবং দুলামিয়া কটনের ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

এমএএস/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।