ইউসিবি ও টেলিটকের চুক্তি স্বাক্ষর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ এএম, ০১ আগস্ট ২০১৯

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে ৩১ জুলাই ‘নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস’ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, টেলিটক গ্রাহকরা খুব সহজেই ইউসিবি’র মোবাইল আর্থিক পরিষেবা, ইউক্যাশের সুবিধা নিতে পারবেন।

ইউসিবি’র এসইভিপি ও হেড অব এমএফএস (ইউক্যাশ) এ টি এম তাহমিদুজ্জামান এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার, মার্কেটিং ও ভিএএস প্রভাস চন্দ্র রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শওকত জামিল এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।