বিদেশ ভ্রমণে ডলার ব্যয়ের শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ পিএম, ২৫ জুলাই ২০১৯

বিদেশ ভ্রমণে দেশভিত্তিক ডলার ব্যয়ের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে মিয়ানমারসহ সার্কভুক্ত দেশে বছরে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার এবং বিশ্বের অন্য দেশগুলো ভ্রমণ ব্যয়ের জন্য সাত হাজার ডলার নিয়ে যেতে পারেন একজন ভ্রমণকারী। তবে আগামী‌ বছর থেকে যেকোনো দেশ ভ্রমণে বছরে ১২ হাজার ডলার ব্যয় করতে পা‌রবেন তারা। নতুন এ নি‌র্দেশনা ২০২০ সা‌লের জানুয়া‌রি থে‌কে কার্যকর হ‌বে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রার সব অথরাইজড ডিলারদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, এতদিন একজন প্রাপ্তবয়স্ক (১২ বছরের উপরে) ব্যক্তি ব্যক্তিগত ভ্রমণে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে নিয়ে যেতে পা‌রেন। তবে এর মধ্যে মিয়ানমারসহ সার্কভুক্ত দেশগুলোতে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার এবং বিশ্বের অন্য দেশগুলোতে সর্বোচ্চ সাত হাজার ডলার ব্যয় করার সু‌যোগ র‌য়ে‌ছে।

নতুন নির্দেশনায় দেশভিত্তিক ডলার ব্যয়ের এ শর্ত শিথিল করা হয়েছে। ২০২০ সা‌লের জানুয়া‌রি থে‌কে মিয়ানমার, সার্কভুক্ত দেশসহ বিশ্বের যেকোনো দেশে ভ্রমণকারী তার ইচ্ছেমতো ডলার নিতে পারবেন।

তবে খর‌চের এ পরিমাণ বছরে ১২ হাজার ডলারের বেশি নয়। অর্থাৎ আগামী বছর থেকে বি‌শ্বের যেকোনো দেশে বছরে ১২ হাজার ডলার স‌ঙ্গে নি‌তে পার‌বেন ভ্রমণকারীরা।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।