অটোমোবাইল পলিসির খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৫ জুলাই ২০১৯

অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে অটোমোবাইল পলিসির খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডার কর্মকর্তারা বলছেন, এ অটোমোবাইল পলিসির মাধ্যমে গাড়ির উৎপাদন-বিপণন, আমদানি-রফতানি এবং সংযোজন সংক্রান্ত বিষয় একটি নির্দিষ্ট আইনগত কাঠামোর ভেতরে চলে আসবে। বর্তমানে কিছু কিছু আইনের মাধ্যমে অটোমোবাইল খাত পরিচালিত হলেও সময়োপযোগী পলিসি বাস্তবায়নের মাধ্যমে সহজেই বহুমুখী সফলতা পাওয়া যাবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ জুলাই) বিডার এক মতবিনিময় সভায় নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে অটোমোবাইল শিল্প একটি বিপুল সম্ভাবনাময় খাত। ইতোমধ্যে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক দেশি-বিদেশি গাড়ি ও মোটরবাইক নির্মাণ কোম্পানি বিনিয়োগ করেছে। স্থানীয় বাজার ও রফতানির মাধ্যমে অচিরেই বাংলাদেশ অটোমোবাইল খাতে সফলভাবে নিজেকে তুলে ধরবে।’

অটোমোবাইল পলিসির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘অটোমোবাইল পলিসি বাস্তবায়নের মধ্য দিয়ে এ শিল্পে গতি আসবে এবং পাওয়া যাবে নানামুখী সফলতা।’

এ সভায় বিডার নির্বাহী পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডি/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।