ট্রানজিটে লাভবান হবে বাংলাদেশ : পংকজ শরণ


প্রকাশিত: ০৯:৫১ এএম, ২১ অক্টোবর ২০১৪

বাংলাদেশ-ভারত-নেপাল ও ভূটানের সাথে ট্রানজিট চালু হলে বাংলাদেশই সব চেয়ে লাভবান হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পংকজ শরণ। মঙ্গলবার সকালে আশুগঞ্জ আন্তজার্তিক নৌ-বন্দর পরিদর্শন শেষে বিআইডব্লিউটিএ জাহাজ তুরাগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যেই এ বিষয়ে আলোচনা চলছে। আশ্বাকরি এ সুবিধা খুব শীঘ্রই চালু হবে। এতে করে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরের গুরুত্ব আরও বেড়ে যাবে।

তিনি আরও বলেন, অচিরেই আশুগঞ্জ কন্টেইনার টার্মিনাল স্থাপন হবে। আর এর অর্থায়ন করবে ভারত। তবে ইতিমধ্যে আমাদের সমীক্ষা চলছে। আশা করি খুব শীঘ্রই এর কাজ শুরু হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ`র পরিচালক নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা শফিকুল হক, পরিচালক নৌ-সংরক্ষন ও পরিচলন মোহাম্মদ হোসেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্বীপ কুমার সিংহ, ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. আহসান উল্লাহ, ভারতীয় পরিবহণ ঠিকাদারী প্রতিষ্ঠান সারফেক্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সুনিল কাপর, আশুগঞ্জ বন্দর পরিদর্শক মোঃ শাহআলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।