বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৯ জুলাই ২০১৯

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটের মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

মূল্যে বড় ধরনের উত্থানের কারণে বিনিয়োগকারীদের একটি অংশ মিউচ্যুয়াল ফান্ডটি বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে মিউচ্যুয়াল ফান্ডটির লেনদেন হয়েছে ৫৮ লাখ ৩৭ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১১ লাখ ৬৭ হাজার টাকা।

এদিকে মিউচ্যুয়াল ফান্ডটির দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৫৭ দশমিক ৯৫ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১০ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ২৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৭ টাকা ৬০ পয়সা।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। সপ্তাহজুড়ে এ ফান্ডটির দাম বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এর পরেই রয়েছে ‘জেড’ গ্রুপের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২২ দশমিক ৮৩ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ‘জেড’ গ্রুপের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২১ দশমিক ১৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১৯ দশমিক ২৩ শতাংশ, ফরচুন সুজের ১৫ দশমিক ৯৯ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজেমন্ট ফান্ডের ১৩ দশমিক ৩৩ শতাংশ, বিচ হ্যাচারির ১২ দশমিক শূন্য ৩ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ডের ১০ দশমিক ৮৭ শতাংশ এবং দুলা মিয়া কটনের ১০ দশমিক ৬৪ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।