ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস-চেয়ারম্যান বজল আহমেদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৭ জুলাই ২০১৯

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৪৩৯তম বোর্ড সভায় বজল আহমেদ ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্বরত আছেন তিনি।

বজল আহমেদের বাবা মরহুম এম এ বারী ইউসিবির অন্যতম উদ্যোক্তা পরিচালক। তাজ একসেসরিজ (প্রা.) লিমিটেড এবং সৈকত টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক বজল আহমেদ। এছাড়া তিনি তাজ ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী। বজল আহমেদ সিলেটের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তিনি।

বিজ্ঞাপন

এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।