তেজগাঁওয়ে ‘বেস্ট বাই’ এর শোরুম চালু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৬ জুলাই ২০১৯

গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ রাজধানীর তেজগাঁওয়ে একটি শোরুম চালু করেছে।

সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দিন সরণিতে শোরুমটি উদ্বোধন করেন।

শোরুমে আরএফএল এর গৃহস্থালি প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল জানান, আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি নজর রেখে নিত্যনতুন ও সেরা মানের পণ্য প্রস্তুত করে। এসব পণ্য ভোক্তাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে আমরা দেশের বিভিন্ন স্থানে বেস্ট বাইয়ের শোরুম চালু করছি। বেস্ট বাই এর শোরুমে তিন হাজার ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বেস্টবাই এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অব সেলস আতিকুর রহমান, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’ এর ১৯২টি শোরুম চালু রয়েছে।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।