আগ্রহ হারানোর শীর্ষে পিপলস লিজিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৫ জুলাই ২০১৯

গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে।

এদিকে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না থাকায় সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৫৭ লাখ ৫৬ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১৪ লাখ ৩৯ হাজার টাকা।

অন্যদিকে শেয়ারের দাম কমেছে ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে মাত্র ৪ টাকায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৪ টাকা ৬০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন ধরনের লভ্যাংশ দিচ্ছে না। এই কোম্পানিটির মোট শেয়ারের ২৩ দশমিক ২১ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৬৭ দশমিক ৮৪ শতাংশ আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৭৬ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ১৯ শতাংশ শেয়ার আছে।

পিপলস লিজিংয়ের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ‘জেড’ গ্রুপের আর এক আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। এর পরেই রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ১১ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- ইমারেল্ড অয়েলের ১০ দশমিক ৫৩ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ৯ দশমিক ৮৫ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৯ দশমিক ৭৩ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৯ দশমিক ১৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স’র ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, মেঘনা পেটের ৮ দশমিক ২০ শতাংশ এবং বিচ হ্যাচারির ৭ দশমিক ৬০ শতাংশ দাম কমেছে।

এমএএস/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।