কেডিএস এক্সেসরিজের আইপিও ড্র বৃহস্পতিবার


প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য কেডিএস এক্সেসরিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম ক্লাবে এ লটারি ড্রটি অনুষ্ঠিত হবে। জানা গেছে, কোম্পানির আইপিওতে মোটি ৮২৯ কোটি টাকা বা ৩৪ দশমিক ৫৪ গুণ আবেদন জমা পড়েছে। চাহিদার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া হবে।

এর আগে, কোম্পানিটি পুঁজিবাজারে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করার অনুমতি পায়। কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দর ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ টাকা প্রিমিয়াম ধরা হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের কেডিএস এক্সেসরিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দুই দশমিক ২৯ টাকা। শেয়ারপ্রতি নেট এসেট ভ্যালু (এনএভিপিএস) হয়েছে ১৯ দশমিক ৬৩ টাকা।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ, আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়্যাল সার্ভিসেস লিমিটেড।

এসআই/এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।