শনিবার ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৭ জুন ২০১৯

আগামী শনিবার (২৯ জুন) সাপ্তাহিক ছুটির দিন সকল তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আয়কর, ভ্যট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সব বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সকল তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ শনিবার খোলা রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিশেষ করে জেলা পর্যায়ের সকল ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এসআই/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।