ব্লকে সাড়ে ১৬ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৪ জুন ২০১৯

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। ১৩ বার হাতবদল হওয়ার মাধ্যমে এসব প্রতিষ্ঠানের ১৬ কোটি ৬০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এসকে ট্রিমস, গ্রামীণফোন, ফরচুন সুজ, ড্রাগন সোয়েটার, জেনেক্স ইনফোসিস, গ্লাক্স্যোস্মিথ ক্লাইন, ম্যাকসন্স স্পিনিং, এমএল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস, আরএন স্পিনিং এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। এ কোম্পানিটির ১০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের তিন কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।

ব্লকে মার্কেটের লেনদেনে অংশ নেয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গ্লাক্স্যোস্মিথ ক্লাইনের ৭৩ লাখ ৫০ হাজার টাকা, আরএন স্পিনিংয়ের ৩২ লাখ ৪৩ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ১০ লাখ ৩০ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ১০ লাখ ১৮ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ৯ লাখ ৪৫ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাত লাখ ২০ হাজার টাকা, ম্যাকসন্স স্পিনিংয়ের সাত লাখ টাকা এবং এমএল ডাইংয়ের পাঁচ লাখ চার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়া মিউচ্যুয়াল ফান্ড খাতের একমাত্র প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পাঁচ লাখ ৬৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এমএএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।