বৈধ হ‌লো ২৫ কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ পিএম, ২৩ জুন ২০১৯

রাজধানী‌তে শুরু হ‌য়ে‌ছে তিন‌ দিনব্যা‌পী স্বর্ণ মেলা।‌ এখা‌নে ব্যবসায়ীদের জন্য অবৈধ স্বর্ণ কর দিয়ে বৈধ কর‌ার সুযোগ রয়েছে। এ সু‌যো‌গে মেলার প্রথম দিন ২৫ কোটি টাকার স্বর্ণ, রুপা ও হীরা বৈধ করেছেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কানন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আ‌গে রোববার সকা‌লে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্বর্ণ মেলার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এনবিআর সদস্য (আয়কর) কানন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি গঙ্গাচরণ মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালাসহ স্বর্ণ ব্যবসায়ী ও রাজস্ব কর্মকর্তারা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথভাবে আয়োজিত তিন দিনব্যাপী মেলা চলবে ২৫ জুন (মঙ্গলবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই মেলা।

মেলায় প্রতি ভরি ডায়মন্ড ৬ হাজার টাকা, স্বর্ণ এক হাজার টাকা ও রুপার জন্য ৫০ টাকা কর প্রদান করে অবৈধ র্স্বণ ও রুপা বৈধ করার সুযোগ রয়েছে। এছাড়া মেলায় সোনালী ও বেসিক ব্যাংকের বুথ রয়েছে। সেখানে কর পরিশোধ করলে সারচার্জ ফ্রি সেবা দেয়া হচ্ছে।

তিন‌ দিনব্যা‌পী এ মেলায় সারা দে‌শে ৪০০ কোটি টাকার অপ্রদর্শিত সোনা, রুপা ও হীরা ঘোষণার মাধ্যমে কর দি‌য়ে বৈধ কর‌বে ব‌লে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে ১৭ হাজার স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন। কেবল ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছেন প্রায় ১৪শ ব্যবসায়ী।

এসআই/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।