লিভিয়াথান গ্লোবালের ৭৫% শেয়ার অধিগ্রহণ করবে ইউপিজিডিসিএল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৩ জুন ২০১৯

তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (ইউপিজিডিসিএল) অতালিকাভুক্ত কোম্পানি লিভিয়াথান গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের পরিচালনা পর্ষদ প্রতিটি ১০ টাকা মূল্যে লিভিয়াথান গ্লোবাল বাংলাদেশ লিমিটেডে ৭৫ শতাংশ বা ৩ লাখ শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলি ইপিজেডে অবস্থিত লিভিয়াথান গ্লোবার বাংলাদেশের একটি ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র রয়েছে। বাংলাদেশ এক্সপোর্ট প্রোসেসিং জোন অথরিটির সাথে ৩০ বছর মেয়াদে চুক্তি রয়েছে প্রতিষ্ঠানটির। যার বাণিজ্যিক উৎপাদন শুরু হবে চলতি বছরের আগস্ট থেকে।

ডিএসইর তথ্যানুযায়ী, ৪৭৯ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি ইউনাইটে পাওয়ার জেনারেশনের মোট শেয়ার সংখ্যা ৪৭ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ১টি।

কোম্পাটির এ শেয়ারের মধ্যে ৯০ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৬৪ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার আছে।

২০১৬ সাল থেকে নিয়মিত ১০০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া এ কোম্পানিটির শেয়ার গত সপ্তাহে থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে রয়েছে। পাশাপাশি বেড়েছে শেয়ারের দামও। ২৩ জুন লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৬৮ টাকা ৬০ পয়সা, যা মে মাস শেষে ছিল ৩৪৩ টাকা ৮০ পয়সা। অর্থাৎ চলতি মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৪ টাকা ৮০ পয়সা।

এমএএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।