প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা বিক্রি-বিপণনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৯ জুন ২০১৯

প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই মানসম্পন্ন বলে জানিয়েছে সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সম্প্রতি চিঠির মাধ্যমে প্রাণ এগ্রো লিমিটেডকে এ তথ্য জানায় বিএসটিআই। ফলে প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রি ও বিপণনে কোনো বাধা নেই।

এর আগে ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দেন হাইকোর্ট। গত ২৩ মে আদালতের নির্দেশনায় বলা হয়, ৫২ পণ্যের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য বাজারজাত করতে চায়, তাহলে বিএসটিআই থেকে পুনরায় মান পরীক্ষা করাতে হবে। মান পরীক্ষায় উত্তীর্ণের পর বিএসটিআই অনুমতি দিলে তা বাজারজাত করা যাবে।

আদালতের নির্দেশনা অনুযায়ী পুনরায় মান পরীক্ষা করলে প্রাণ-এর এ তিনটি পণ্য উত্তীর্ণ হয়। ফলে পণ্যগুলো বাজারজাত করতে আর বাধা রইল না।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।