ঈদের আনন্দ নেই ফ্রেম বাঁধাইয়ের দোকানে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ৩১ মে ২০১৯

মনোরম প্রকৃতিক দৃশ্যের ফ্রেম, প্রিয়জনদের সঙ্গে এক ফ্রেমে বন্দি ছবি- এমন নানা শিল্পকর্ম দিয়ে ঘর সাজানোর প্রচলন রয়েছে। প্রিয়জন, শিল্পকর্ম এক ফ্রেমে বন্দি করতে প্রয়োজন হয় ছবি বাঁধাইয়ের।

ঈদেও হয়তো কেউ কেউ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে বা প্রিয় মুহূর্তের স্মৃতি কাউকে উপহার দিতে ছোটেন ছবি বাঁধাইয়ের দোকানে। তবে এ পেশায় জড়িতরা বলছেন, আসন্ন ঈদুল ফিতরের প্রভাব তাদের কাজে পড়েনি। ফলে ঈদের আনন্দ নেই তাদের মাঝে।

রাজধানীর পান্থপথ থেকে ধানমণ্ডি ৩২ নম্বর পর্যন্ত রয়েছে বেশ কয়েকটি ফ্রেম বাঁধাইয়ের দোকান। শুক্রবার (৩১ মে) বেশ কয়েকটি দোকান ঘুরে একজন ক্রেতারও দেখা মেলেনি। অধিকাংশ দোকানের কর্মচারীরা জানান, রমজান শুরুর পর থেকেই তাদের কাজকর্মে মন্দা যাচ্ছে।

এমনই একজন অর্কিড গ্লাস হাউজ অ্যান্ড থাই অ্যালুমিনিয়ামের কর্মচারী মো. রাব্বি। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘ব্যবসা-বাণিজ্য এমনিতেই ড্যাম (মন্দা)। আগে থেকেই ড্যাম, রমজান আসার পর তা আরও বাড়ছে। ঈদের আগেও চাঙা হয়নি।’

পিডি/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।