ঈদে টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৪ মে ২০১৯

ঈদুল ফিতরে ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, ঈদুল ফিতরে সরকারি ছুটি থাকবে ৪-৮ জুন। এর আগে শবে কদরের কারণে ২ জুন ছুটি থাকবে। তার আগে ৩১ মে ও ১ জুন শুক্র ও শনিবার সরকারি বন্ধ। এরমধ্যে শুধুমাত্র ৩ জুন কোনো বন্ধ নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।