সিডিবিএল’র ব্লক মডিউল অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৪ মে ২০১৯

 

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ব্লক মডিউল অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ মে) বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৮৬তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানি তাদের উদ্যোক্তা, পরিচালক, প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তাদের ইউনিট সিডিবিএল’র ব্লক মডিউল ব্যবহার করে ব্লক করে রাখবে। যাতে ব্লক করা শেয়ার অথবা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিও অ্যাকাউন্ট থেকে স্থানান্তর করা না যায়।

শেয়ারহোল্ডার ও ইউনিটহোল্ডাররা স্টক এক্সচেঞ্জে প্রয়োজনীয় ঘোষণা এবং প্রযোজ্য ক্ষেত্রে কর প্রদানের পর স্টক এক্সচেঞ্জ ওই শেয়ারের ব্লক প্রত্যাহার করতে পারবে। ব্লক প্রত্যাহার হওয়ার পর শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন করা যাবে।

ব্লক মডিউল যাতে সহজেই ব্যবহার করা যায় সেজন্য প্রস্তুতি হিসেবে কমিশনের নির্দেশে সিডিবিএল ইতোমধ্যে তালিকাভুক্ত কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে বলে বিএসইসি থেকে জানানো হয়েছে।

বিএসইসি আরও জানিয়েছে, সিডিবিএল ও স্টক এক্সচেঞ্জ দুটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা এই মডিউল ব্যবহার সংক্রান্ত বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন। এ সংক্রান্ত নির্দেশনা শিগগিরই জারি করা হবে।

এমএএস/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।