‘ইজি বিল্ড’ এর ক্রেতাদের ঋণ সহায়তা দেবে আইডিএলসি ফাইন্যান্স

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৯ মে ২০১৯

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের রিটেইল চেইন শপ ‘ইজি বিল্ড’-এর ক্রেতাদের বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ঋণ সহায়তা দেবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

বুধবার (৮ মে) রাজধানীর গুলশানে আইডিএলসি’র প্রধান কার্যালয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী এবং আইডিএলসি ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর নিয়ে উজমা চৌধুরী বলেন, ‘বর্তমানে ইজি বিল্ডের শো রুমে পানি ও গ্যাস সরবরাহ, স্যানিটারি, বৈদ্যুতিক, কিচেন, নিরাপত্তা সরঞ্জাম, নির্মাণ ও অন্যান্য -এমন সাতটি ক্যাটাগরিতে বাড়ি নির্মাণের প্রয়োজনীয় তিন হাজার ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। অনেকই রয়েছেন যাদের বাড়ি নির্মাণের জন্য ঋণ সহায়তা প্রয়োজন। আগ্রহী ব্যক্তিরা ‘ইজি বিল্ড’-এ আসলে আমরা আইডিএলসি ফাইন্যান্সের মাধ্যমে তাদের ঋণ পেতে প্রয়োজনীয় সহায়তা করব।’

জামাল উদ্দিন বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইডিএলসি ফাইন্যান্স গ্রাহকদের জন্য আকর্ষণীয় গৃহঋণ প্রদান করছে। এই চুক্তির ফলে আমরা আমাদের গ্রাহকদের ‘ইজি বিল্ড’ থেকে বাড়ি নির্মাণ সামগ্রী ক্রয়ে উৎসাহ দেব।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইজি বিল্ড’র হেড অব সেলস সিরাজুল গণি মঞ্জু, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল ইসলাম, আইডিএলসি ফাইন্যান্সের জেনারেল ম্যানেজার মেজবাহ উদ্দীন আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মেহজাবিন বিনতে রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৬ সালে যাত্রা শুরু করে বাড়ি নির্মাণে জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘ইজি বিল্ড’। বর্তমানে রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ী, উত্তরা ও সাভার এবং ঢাকার বাইরে কুমিল্লা, বগুড়া ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ‘ইজি বিল্ড’-এর ১৬টি শো রুম চালু রয়েছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।