পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৬ মে ২০১৯

রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মনিটরিংয়ের জন্য মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সেলকে মূল্য বৃদ্ধি সংক্রান্ত তথ্য প্রদানের জন্য ৯৫৪৯১৩৩, ০১৭১২-১৬৮৯১৭, ৯৫১৫৩৪৪ ও ০১৯৮৭-৭৮৭২০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোমবার (৬ মে) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাসে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মজুত পরিস্থিতি ভালো রয়েছে। দ্রব্যমূল্য নিয়ে আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। এবার রমজানে মানুষের ওপর চাপ পড়বে না।

মন্ত্রী বলেন, চালের দাম কমেছে, তাই কৃষকদের কাছ থেকে চাপ আসছে। রোজাকে সামনে রেখে আমাদের বাজার মনিটরিং টিম যথেষ্ট সচেতন আছে। একইসঙ্গে ব্যবসায়ীদের রমজানে কোনো সুযোগ না নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এমইউএইচ/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।