বাজারে এলো ফ্যালকন ব্র্যান্ডের এমএস ও জিআই পাইপ
স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদিত বিশ্বমানের ফ্যালকন ব্র্যান্ডের এমএস ও জিআই পাইপ বাজারে নিয়ে এলো আরএফএল। এ পাইপ দুটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন পাইপ দু্টি সম্পর্কে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএস ও জিআই পাইপ মরিচারোধী, দীর্ঘস্থায়ী ও অধিক প্রেষণ ক্ষমতাসম্পন্ন হওয়ায় নিশ্চিন্তে ইমারত ও শিল্প কারাখানায় পানি ও গ্যাস লাইনে ব্যবহার করা যাবে।
এ বিষয়ে আরএফএল এর পরিচালক আরএন পল জানান, ক্রেতাদের জন্য আমরা মানসম্পন্ন এ পণ্যটি নিয়ে এসেছি। পাইপ উৎপাদনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মান অনুসরণ করা হয়েছে।
আরএন পল আরো জানান, বিএসটিআই এর অনুমোদনে পাইপ দুটি উৎপাদন করা হচ্ছে। ফ্যালকন ব্র্যান্ডে এমএস ও জিআই পাইপ বাজারজাতকরণের শুরুতে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলেও জানান তিনি। তিনি জানান, গত আগস্ট মাস থেকে হবিগঞ্জে নিজস্ব প্লান্টে পাইপ দুটির বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয়েছে।
এসকেডি/পিআর