অর্থ পরিশোধে গ্রামীণফোন ও রবিকে চিঠি দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

অডিট আপত্তির ১২ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকা চেয়ে গ্রামীণফোন এবং ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পরিশোধ করতে রবি আজিয়াটাকে চিঠি দিয়েছে সরকার। রোববার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য বেনজীর আহমদের এক লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ বেসরকারি কোম্পানি গ্রামীণফোন, রবি আজিয়াটা প্যাসিফিক, বাংলাদেশ টেলিকম লি. (সিটিসেল) -এ চার কোম্পানির ১৫ হাজার ১৬০ কোটি ৩১ লাখ টাকা রাজস্ব বকেয়া রয়েছে। রাজস্ব বাকির তালিকায় শীর্ষে টেলিটক, এরপরেই গ্রামীণফোন।

তিনি জানান, বিটিআরসি কর্তৃক সরকারি রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরগুলো নিয়মিত অডিট করা হয়। ইতোমধ্যে গ্রামীণফোন ও রবির অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অডিট রিপোর্ট অনুযায়ী, বর্তমানে চালু ফোন কোম্পানিগুলোর মধ্যে সিটিসেলের নিকট ১২৮ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। এছাড়া গ্রামীণফোন লিমিটেডের কাছে অডিট আপত্তির পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা, রবি আজিয়াটার নিকট ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা।

এছাড়া রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের নিকট থ্রিজি স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকার অডিট আপত্তি রয়েছে।

বাংলালিংক কমিউনিকেশন লি. ও এয়ারটেল বাংলাদেশ লি. মোবাইল অপারেটর দুটির অডিট কার্যক্রম শুরুর লক্ষ্যে অডিটর নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

এইউএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।