বাণিজ্য সংগঠন বিধিমালার সংশোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন করেছে সরকার। গত ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অর্গানাইজেশন অর্ডিন্যান্স, ১৯৬১ এর সেকশন ২৩ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাণিজ্য সংগঠন বিধামাল ৯৯৪ এর সংশোধন করেছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী বিধি ৫ এর উপ-বিধি (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (৪) প্রতিস্থাপিত হবে। এখন থেকে ফেডারেশনে চার প্রকার সদস্য থাকবে। যথা- চেম্বার গ্রুপ সদস্য, যাতে সকল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চেম্বার অব ইন্ডাস্ট্রি অন্তর্ভুক্ত হবে।

অ্যাসোসিয়েশন গ্রুপ সদস্য, যাতে সকল অ্যাসোসিয়েশন (বাংলাদেশ ভিক্তিক) অন্তর্ভুক্ত হবে। অ্যাসোসিয়েট সদস্য, যাতে সদস্য ভুক্তির শর্তসমূহ ফেডারেশনের সংঘবিধি দ্বারা নির্ধারিত হবে। এছাড়া কর্পোরেট সদস্য, যাতে সদস্য ভুক্তির শর্তসমূহ ফেডারেশনের সংঘবিধি দ্বারা নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয, বিধি ২২ এর উপ-বিধি (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (৫) প্রতিস্থাপিত হবে। যথা- পরিচালক পদে নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে ফেডারেশনের বোর্ড অব ডাইরেক্টরস এর ১ জন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং ৬ জন সহ-সভাপতি উক্ত বোর্ড অব ডাইরেক্টরস এর পরিচালকগণ দ্বারা নির্বাচিত হবেন। এবং সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের দায়িত্ব ও কার্যপরিধি ফেডারেশনের বোর্ড অব ডাইরেক্টরস কর্তৃক নির্ধারতি হবে।

এমইউএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।