অর্থমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

শেয়ারবাজারকে সিংহ-ছাগলের বাজার বলে মন্তব্য করায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ক্ষমা চাইতে বলেছেন সাধারণ বিনিয়োগকারীরা। রোববার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী শেয়ারবাজারকে সিংহ-ছাগলের বাজার মন্তব্য করে বলেন, এ মুহূর্তে পুঁজিবাজারে ৫০ কোটি নয়, যদি পাঁচ লাখ কোটি টাকাও দেয়া হয় তাহলেও শেষ হয়ে যাবে।

মুস্তফা কামাল আরও বলেন, বাজারে দুটি পক্ষ রয়েছে। এ দুটি পক্ষের মধ্যে এক পক্ষ সিংহ অপরটি ছাগলের বাচ্চা। এ দুটোকে এক করা সম্ভব নয়। হয় পুঁজিবাজার নিজ থেকে ভালো হবে, না হলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া এ বাজার ভালো করা সম্ভব নয়।

অর্থমন্ত্রীর এমন মন্তব্যের নিন্দা জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন থেকে বিনিয়োগকারীরা বলেন, অর্থমন্ত্রী যে ধরনের কথা বলেছেন তা পাগলের প্রলাপের ন্যায়। দেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। সেখানে অর্থমন্ত্রী কীভাবে শেয়ারবাজারকে সিংহ-ছাগলের খেলা বলেন? এখানে তিনি কী বুঝিয়েছেন?

এদিকে শেয়ারবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে এক মাস ধরে ব্রোকারেজ হাউজ ছেড়ে কিছু বিনিয়োগকারী ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছেন। আগামীকাল সোমবার তারা প্রতীকী গণঅনশনের আয়োজন করেছেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ জানান, সোমবারের প্রতীকী গণঅনশনে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন উপস্থিত থাকবেন।

এমএএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।