পুলিশি পাহারায় পর্যটন হয় না : টিম কানিংহ্যাম

রফিক মজুমদার
রফিক মজুমদার রফিক মজুমদার , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

বাংলাদেশে চলাচল খুব একটা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন মিসাইল ডিজিটাল স্টুডিওসের প্রোগ্রাম হেড টিম কানিংহ্যাম। তিনি বলেন, বাংলাদেশের সৌন্দর্য দেখতে যেখানেই গিয়েছি, দেখেছি আমাদের সঙ্গে অনেক পুলিশ দৌড়ায়। এতে বোঝা যায়, এদেশে চলাচল অতটা নিরাপদ নয়। এখানে আরও নিরাপদ পরিবেশ গুরুত্বপূর্ণ। পুলিশি পাহারায় আনন্দ-উল্লাস হয় না, হয় না পর্যটন।

২৩ এপ্রিল দেশে ফেরার আগে ২২ এপ্রিল পর্যটন বোর্ডের অফিসে দেয়া এক সাক্ষাৎকারে জাগো নিউজকে টিম কানিংহ্যাম এসব কথা বলেন।

গত ১৩ এপ্রিল ঢাকায় আসেন কানিংহ্যাম। সঙ্গে ছিলেন আরও ৯ সাংবাদিকসহ সবমিলে ২৬ জন সঙ্গী। তাদের সমন্বয়ের দায়িত্ব পায় ট্যুর অপারেটর ট্যুরিজম উইন্ডো। অতিথিদের ভ্রমণের সব ব্যয় বহন করেছে পর্যটন বোর্ড।

টিম কানিংহ্যামের সঙ্গে ছিলেন যুক্তরাজ্য, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, চীন, লেবানন, নেদারল্যান্ড, ইতালি ও স্পেন থেকে আসা ২৬ সাংবাদিক ও পর্যটনকর্মী। ২৩ এপ্রিল তারা ঢাকা ত্যাগ করেন। নিজ দেশে ফিরে গিয়ে এসব অভিজ্ঞতা সংবাদমাধ্যমে তুলে ধরবেন এই সাংবাদিকরা।

Tim

বর্ষবরণ উৎসব উপভোগের মধ্য দিয়ে শুরু হয় ২৬ অতিথির ভ্রমণ। এরপর সুন্দরবন, কক্সবাজার, ষাট গম্বুজ মসজিদ, লালনের মাজার, বান্দরবান ও ঢাকার পানাম সিটি ঘুরে দেখেন অতিথিরা

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে ‘বাংলাদেশ অপরূপ। আমি যে বাংলাদেশের গল্প শুনেছি, এখানে এসে ভিন্ন চিত্র দেখলাম। পর্যটনে বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস, বিশ্বের যে কেউ বাংলাদেশের মানুষের জীবনযাত্রা উপভোগ করবে। তবে আরও বেশি উন্নয়ন দরকার।’

তিনি ঐতিহাসিক স্থানের ইতিহাস বিভিন্ন ভাষাভাষি মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেয়ার পাশাপাশি উন্নত হোটেল, ভ্রমণপিপাসুদের সুযোগ-সুবিধাসহ সেবার মান বাড়ানোর বিষয়ের প্রতি মত দেন এবং পর্যটকদের জন্য ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

আরএম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।