আরাফাতকে রেসিং সাইকেল দিল এনআরবিসি ব্যাংক
যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-এ অংশ নিতে যাওয়া প্রথম বাংলাদেশি মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতকে সাড়ে ৬ লাখ টাকা মূল্যে বিশেষায়িত একটি রেসিং বাইসাইকেল প্রদান করেছে এনআরবিসি ব্যাংক।
শনিবার (২৭ এপ্রিল) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় আরাফাতের হাতে বাইসাইকেলটি তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হারুনুর রশিদ, জনসংযোগ বিভাগের প্রধান মো. রুহুল আমিন, সাসটেইনেবল ফিনান্স ইউনিটের এভিপি মোহাম্মদ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত মালয়েশিয়ান আয়রনম্যান প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নিয়ে বিরতিহীন ১২ ঘণ্টা ৪৩ মিনিট ২৭ সেকেন্ডে ৩.৮ কিমি সাঁতার, ১৮০ কিমি সাইক্লিং এবং ৪২.২ কিমি দৌঁড়ে সক্ষম হন।
এসআই/এমবিআর/জেআইএম