একনেকে ৭ প্রকল্প অনুমোদন


প্রকাশিত: ০৮:১৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৫

সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদিত ৭টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ২শ’ ১৫ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল ৩ হাজার ১শ’ ১৭ কোটি ৭৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১০৪ কোটি টাকা। আর রকল্প সাহায্য মিলবে ৩ হাজার ৯৯৩ কোটি ৮৭ লাখ টাকা।

এর মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পসহ (ফেজ-৩) রয়েছে। এতে মোট ব্যয় ৪ হাজার ৫শ’ ৯৭ কোটি ৩৬ লাখ টাকা। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ৪শ’ ৫০ কোটি লিটার ক্ষমতাসম্পন্ন সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের নির্ভরতা কমানো।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।