চীনের বিনিয়োগ ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে বাংলাদেশ


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৬ অক্টোবর ২০১৪

চীন সরকারের এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যোগ দিতে সংস্থাটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর চীনের বেইজিংয়ে গ্রেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এআইআইবির প্রতিষ্ঠানকালীন সদস্য হিসেবে যুক্ত হওয়াকে আমরা ইতিবাচক মনে করছি। এ কারণে চীন সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে এআইআইবিতে যুক্ত হতে যাচ্ছি। যে কোন আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠানকালীন সদস্যদের সবসময় বেশি গুরুত্ব দেয়া হয়। এ বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এশিয়ার ২৬টি দেশ নিয়ে গঠিত চীনভিত্তিক সংগঠন ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’ এআইআইবি গঠনের প্রথম ধারনা নিয়ে আসে। পরে চীন সরকার এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে অবকাঠামোগ কানেকটিভিটি উন্নয়নে সহযোগিতা করতে এআইআইবি প্রতিষ্ঠার প্রস্তাব করে। ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ হবে ১০০ বিলিয়ন মার্কিন ডলার।

কেবলমাত্র বাংলাদেশ নয়, এশিয়ার অন্য দেশগুলোকেও এআইআইবির সদস্য হিসেবে পেতে চায় চীন সরকার। এ লক্ষে এশিয়ার সব দেশকে এমওইউ স্বাক্ষর করার আমন্ত্রন জানিয়েছে দেশটি।

এআইআইবির মাধ্যমে চীনের বিকাশমান অর্থনীতির সুফল সদস্য দেশগুলো পাবে বলে অর্থ প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, চীনের অর্থনীতি যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, তাতে চীন সরকার ভবিষ্যতে অন্যান্যে দেশের অবকাঠামোখাতে অব্যশই বিনিয়োগ করতে চাইবে।

এদিকে বোয়াও ফোরাম ফর এশিয়ার প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এআইআইবিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত করতে চীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।