ট্রেকহোল্ডারদের বিরুদ্ধে ওয়েবসাইটে অভিযোগ করা যাবে ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৭ এপ্রিল ২০১৯

ট্রেকহোল্ডারদের বিরুদ্ধে ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ করার সুযোগ চালু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

এর ফলে এখন থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ট্রেকহোল্ডারদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। এ জন্য সরেজমিনে উপস্থিত হওয়া বা চিঠি পাঠানোর প্রয়োজন হবে না।

অভিযোগ করতে প্রথমে https://bangla.dsebd.org/mkt_depth.php ডিএসইর এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর কমপ্লায়েন্ট সেলে গিয়ে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট ট্রেকহোল্ডারের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।

অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর নাম, বি.ও আইডি, ক্লায়েন্ট কোড, ট্রেকহোল্ডারের নাম, অভিযোগকারীর যোগাযোগের ঠিকানা, যোগাযোগ নম্বর, ইমেইল আইডি লাগবে। নির্দিষ্ট স্থানে ওইসব তথ্য দিয়ে ‘ডিসক্রিপশন অব দ্য কমপ্লায়েন্টে’ অভিযোগের বিস্তারিত উল্লেখ করতে হবে।

এর আগে ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির ইস্যুয়ারের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টি চালু করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

এমএএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।