ফেসবুকে জাতীয় রাজস্ব বোর্ড


প্রকাশিত: ০৬:৩১ পিএম, ৩০ আগস্ট ২০১৫

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যানপেইজ চালু করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেই এ অফিসিয়াল পেইজ চালু করেছে সরকারি এই প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে কর সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন করদাতারা।

এনবিআর সূত্র জানিয়েছে, সহজে করদাতাদের কাছে পৌঁছানোর জন্য প্রাথমিকভাবে এনবিআরের ফেসবুক ফ্যানপেইজটি চালু করা হয়েছে। এটি সম্পূর্ণরূপে চালু হতে মাসখানেক সময় লাগবে। এ ফ্যানপেইজে এনবিআরের বিভিন্ন ইভেন্ট, কর সংক্রান্ত তথ্য, সাধারণ আদেশ, এসআরও ও এনবিআরের সর্বশেষ তথ্য পাওয়া যাবে।

এনবিআরের এক কর্মকর্তা জানান, এনবিআরের করদাতাবান্ধব পরিচিতি তুলে ধরতে ফেসবুক ফ্যানপেজটি করা হয়েছে। প্রাথমিকভাবে এতে কর সতেচনতামূলক বিভিন্ন পোস্ট থাকবে। পর্যায়ক্রমে করদাতাদের জন্য কর সংক্রান্ত তথ্য দেয়া হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।