​জ্যেষ্ঠ অর্থনৈতিক পরামর্শক পেলেন গভর্নর


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ৩০ আগস্ট ২০১৫

প্রধান অর্থনৈতিক পরামর্শকের পর এবার আরো একজন অর্থনৈতিক পরামর্শক পেলেন গভর্নর ড. আতিউর রহমান। রোববার জ্যেষ্ঠ অর্থনৈতিক পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ফয়সাল আহমেদ নামে এই পরামর্শক। নতুন পদে যোগদানের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে তিনি (আইএমএফ) কাজ করেছেন।

রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফয়সাল আহমেদ আর্থিক খাতের উন্নয়ন ও সংস্কারে পরামর্শ দেবেন ড. আতিউর রহমানকে।

ফয়সাল এর আগে আর্থিক ও পুঁজিবাজার নিয়ে কাজ করেছেন। তিনি তুর্কির কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে স্কলার ছিলেন ফয়সাল আহমেদ।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।