মেলায় বিমানের ২৫ শতাংশ ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৯ মার্চ ২০১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২১ মার্চ থেকে-২৩ মার্চ হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠেয় ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯ এ এয়ারলাইন্স পার্টনার হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে।

এ উপলক্ষে দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণ-পিপাসু যাত্রীদের জন্য বিমান ঢাকা থেকে কলকাতা (১০ শতাংশ), কাঠমান্ডু (২০ শতাংশ), ব্যাংকক (২০ শতাংশ), সিঙ্গাপুর (২০ শতাংশ), কুয়ালালামপুর (২০ শতাংশ) এবং ইয়াঙ্গুন (২৫ শতাংশ) রুটে ইকোনমি ক্লাসের রির্টান টিকিটে ছাড় দেবে।

ঢাকা ট্রাভেল মার্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল প্রকার ট্যাক্সসহ ঢাকা-কলকাতা-ঢাক রুটে ১১ হাজার ১৭৮ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৫ হাজার ৮১৯ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে ২৩ হাজার ৪৭৭ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ১৭ হাজার ৭১১ টাকা, ঢাকা- কুয়ালালামপুর-ঢাকা রুটে ২৩ হাজার ৭৮৪ টাকা এবং ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২৩ হাজার ৫২২ টাকা ভাড়া নির্ধারণ করেছে।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়ানওয়ে অর্থাৎ ঢাকা -কলকাতা রুটে ৬ হাজার ৭৮২ টাকা, ঢাকা-কাঠমান্ডু রুটে ১১ হাজার ৯৫৬ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন রুটে ১৬ হাজার ৫২৯ টাকা, ঢাকা-ব্যাংকক রুটে ১৩ হাজার ৭২০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর রুটে ১৪ হাজার ৯২২ টাকা এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে ১৬ হাজার ৯২৫ টাকা (সকল প্রকার ট্যাক্সসহ) ভাড়া নির্ধারণ করেছে।

উল্লেখ্য, মেলা চলাকালীন বিমান স্টল থেকে আন্তর্জাতিক অন্যান্য রুটে প্রযোজ্য বাজার মূল্যের ওপরে ৭ শতাংশ ছাড়ে টিকিট কেনা যাবে।

মেলা পরিদর্শনে আসা দর্শনাথীদের জন্য উদ্বোধনী দিনে প্রবেশ টিকিট র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১টি, দ্বিতীয় দিন ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ১টি এবং সমাপনী দিনে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে ২টি সৌজন্য টিকিটের ব্যবস্থা থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

আরএম/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।