শেয়ার বিক্রি করবে নূরানী ডাইংয়ের চার পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১১ মার্চ ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত নূরানী ডাইংয়ের চার পরিচালক বোনাস হিসেবে পাওয়া শেয়ার বিক্রি করে দেবে। এর মধ্যে তিনজন উদ্যোক্তা পরিচালক এবং একটি কর্পোরেট পরিচালক রয়েছেন।

এসব উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৬৯ লাখ ২৮ হাজার ৩৫০টি বোনাস শেয়ার বিক্রির বিষয়ে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ঘোষণা দিয়েছেন।

ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই চার পরিচালক তাদের ঘোষণা দেয়া শেয়ার বিক্রি করবেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, নূরানী ডাইংয়ের উদ্যোক্তা পরিচালক এসকে নূর মোহাম্মদ আজগর ৫ লাখ ১০ হাজার ৫১০টি বোনাস শেয়ার বিক্রি করবে। এ উদ্যোক্তার কাছে কোম্পানিটির ২৮ লাখ ২০ হাজার ৫১০টি শেয়ার রয়েছে।

আর এক উদ্যোক্তা পরিচালক রেহানা আলম ১৬ লাখ ৫৭ হাজার ৫০০টি বোনাস শেয়ার বিক্রি করবেন। এ উদ্যোক্তার কাছে নূরানী ডাইংয়ের ৯১ লাখ ৫৭ হাজার ৫০০টি শেয়ার আছে।

এ ছাড়া উদ্যোক্তা পরিচালক এসকে নুরুল আলম ১৮ লাখ ৮৭ হাজার ৩৪০টি বোনাস শেয়ার বিক্রি করবেন। এ পরিচালকের কাছে কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৩৪০টি শেয়ার রয়েছে।

আর কর্পোরেট পরিচালক দাউদপুর রাইস মিলস (প্রা.) লিমিটেড ২৮ লাখ ৭৩ হাজার বোনাস শেয়ার বিক্রি করবে। এ পরিচালকের কাছে কোম্পানিটির ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার শেয়ার রয়েছে।

এমএএস/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।