পাটে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যারা পুরস্কার পেলেন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৬ মার্চ ২০১৯

পাটের উৎপাদন, বাণিজ্যিকীকরণ, বীজ উৎপাদন, বিদেশে রফতানি ও বহুমুখী ব্যবহারে বিশেষ অবদান রাখায় এবং পাট-সংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ১৪টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার হিসেবে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেরা পাটচাষি এ এস এস হেদায়তুল ইসলাম (পাবনা); সেরা পাটবীজ উৎপাদনকারী মো. নুর আলম (চুয়াডাঙ্গা); কাঁচাপাট রফতানিকারক সেরা প্রতিষ্ঠান পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড; পাটপণ্য উৎপাদনকারী সেরা পাটকল (সরকারি) ইউএমসি জুট মিলস; পাটপণ্য উৎপাদনকারী সেরা পাটকল (বেসরকারি) আইয়ান জুট মিলস লিমিটেড; সরকারি পাটকলে সর্বোচ্চ পাট সরবরাহকারী আলমগীর কবির খান; পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান (বেসরকারি) জনতা জুট মিলস লিমিটেড (পলাশ, নরসিংদী); বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা পাটকল (বেসরকারি) সোনালী আঁশ ইন্ডাট্রিজ লিমিটেড (দাউদকান্দি, কুমিল্লা); বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা উদ্যোক্তাপ্রতিষ্ঠান ক্রিয়েশান প্রাইভেট লিমিটেড (ঢাকা); বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (নারী) কহিনুর ইয়াসমিন (মিরপুর, ঢাকা); বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ) তৌহিদ বিন আবদুস সালাম (ঢাকা); পাটসুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান (বেসরকারি) আকিজ জুট সিলস লিমিটেড; সর্বোচ্চ পাটপণ্য রফতানিকারক রাজিব হোসেন (ট্রেডার্স) গোল্ডেন ফাইবার্স এবং পাটশিল্পের উন্নয়ন, গবেষণা ও শিক্ষা-সংক্রান্ত সরকারি প্রতিষ্ঠান জ‌ুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের রিনা পারভিন।

এফএইচএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।