বিজিএমইএ কাপ-২০১৯ চ্যাম্পিয়ন এপিলিয়ন গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৫ এএম, ০২ মার্চ ২০১৯

প্রথমবারের মতো ‘বিজিএমইএ কাপ-২০১৯’ ফুটবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে এপিলিয়ন গ্রুপ। শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে লায়লা গ্রুপের বান্দো ডিজাইন লিমিটেডকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে এপিলিয়ন গ্রুপ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এসময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি এস এস মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, সহ-সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) এবং বিজিএমইএ’র পরিচালকবৃন্দ, বিইউএফটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলার নির্ধারিত সময়ে ০-০ গোলে খেলা শেষ হলে টাইব্রেকারে ৪-৩ গোলে এপিলিয়ন গ্রুপ জয়ী হয়। ফাইনাল ম্যাচে এপিলিয়ন গ্রুপের বাপ্পী ম্যান অব দ্যা ফাইনাল হন এবং একই দলের রাজু টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে পুরস্কৃত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বান্দো ডিজাইন লিমিটেডের মৃদুল পুরস্কৃত হন।

এ আ‌গে গত ১৪-২৩ ফেব্রুয়ারি ২০১৯ উত্তরাস্থ ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ’র অ্যাস্ট্রো-টার্ফ মাঠে ৪র্থ বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে ১৫ দল তিন গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ানসহ নয়টি দলকে পুরস্কার দেয়া হয়।

অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- ইউথ গ্রুপের কমফিট কম্পোজিট নিট লিমিটেড, বান্দো ডিজাইন লিমিটেড, সেলফ ইনোভেটিভ ফ্যাশনস, ফরটিস গ্রুপ, অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড, মাস্ক গ্রুপ, ভার্সেটাইল অ্যাপারেল, ভার্সেটাইল ফ্যাশনস, এ্যাস্পায়ার গার্মেন্টস, লায়লা স্টাইলস, ষ্টারলিং গ্রুপ, আলি গার্মেন্টস, এপিলিয়ন গ্রুপ, তুসুকা গ্রুপ ও টর্ক ফ্যাশনস লিমিটেড।

টুর্নামেন্ট আয়োজনে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ভেন্যু পার্টনার হিসেবে এবং চ্যানেল নাইন মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে। এছাড়া টুর্নামেন্ট আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো- বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশনস অ্যান্ড টেকনেলজি (বিউএফটি), সেইলর বাই এপিলিয়ন, লায়লা গ্রুপ, ঢাকা ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, জুকি বিডি লিমিটেড, রেস ইন্টারনেট ও সিলন বিস্কটস লিমিটেড।

এসআই/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।