ইইউ প্রতিনিধি দলের প্রাণ এর কারখানা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার্জ দ্য অ্যাফেয়ার্স কন্সটানটিনস ভারদাকিস এর নেতৃত্বে সংস্থাটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল নরসিংদীতে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার প্রতিনিধি দল প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডেইরি, বেকারি পণ্য, ফ্রোজেন ফুড ও ক্যান্ডিসহ বিভিন্ন প্রোডাকশন প্লান্ট ঘুরে দেখে।

প্রাণ গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ ডেইরির নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান, প্রাণ এর হেড অব কোয়ালিটি কন্ট্রোল এস এম. মারুফ কবীর ও প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার তনুল ইসলাম তাদের কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Pran

এ সময় প্রতিনিধি দল কারখানার সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। কন্সটানটিনস ভারদাকিস বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের উচিত কমপ্লায়েন্স মেনে মানসম্পন্ন পণ্য উৎপাদন করা যেটি নিষ্ঠার সাথে করছে প্রাণ গ্রুপ। কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রাণ এর নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পণ্য প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস প্রদান করেন।

ইলিয়াছ মৃধা বলেন, ‘ইইউ প্রতিনিধি দলের প্রাণ এর কারখানা পরিদর্শনে আমরা অত্যন্ত আনন্দিত। তারা বাংলাদেশে বিশ্বমানের কারখানা দেখে সন্তোষ প্রকাশ করেন, যা আমাদের জন্য গর্বের বিষয়।’

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য উপদেষ্টা আবু সৈয়দ বেলাল, ঢাকায় ফ্রান্স দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর পিয়েরে হেনরি লেনফ্যান্ট, ইকোনমিক অ্যাটাশে জুলিয়েন ডেউর এবং ঢাকায় সুইডেন দূতাবাসের রাজনৈতিক, বাণিজ্যিক ও যোগাযোগ শাখার প্রধান ইলভা ফেসটিন।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।