এমারেল্ড অয়েলের সব পরিচালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ’র সব পরিচালককে (স্বতন্ত্র পরিচালক বাদে) ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে ৬৭৭তম কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি জানিয়েছে, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের বার্ষিক হিসাব বিবরণী দাখিল করতে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুল ১৯৮৭-এর ১২(৩এ) ধারা লঙ্ঘন করেছে।

এ অপরাধের কারণে কোম্পানিটির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক বাদে) ৫ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি স্পন্সর, পরিচালক (স্বতন্ত্র পরিচালক বাদে), প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান ফাইন্যান্সিয়াল কর্মকর্তা, কোম্পানি সচিব এবং হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স’র সব বিও হিসাব ফ্রিজ কারার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এমএএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।