২০২০ সালের মধ্যে ই-জিপি বাস্তবায়ন সম্ভব : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

ইলেকট্রনিক্স গভর্মেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) কার্যক্রম ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ডাটা : প্রিসিয়াস রিসোর্স অব টোয়েন্টিন্থ সেনচুরি’ শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‘আমরা আশা করি, ২০২০ সালের মধ্যে ইজিপি বাস্তবায়ন করতে পারব। কারণ এটা বাস্তবায়ন করা দরকার।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন জায়গায় সংরক্ষিত তথ্য-উপাত্তের সঠিক ব্যবহার করতে হবে।’

কর্মশালায় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সিস্টেম সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা খঙ চেন মেঙ ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের পরিচালক লিওঙ মুন কিউ উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরকে এ ক্ষেত্রে বাংলাদেশের বন্ধু বলেও উল্লেখ করেন এম এ মান্নান। এ সময় তথ্য-উপাত্তের সংরক্ষণের গুরুত্বও তুলে ধরেন তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রিন্সিপল কো-অর্ডিনেটর মো. আবুল কালাম আজাদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এম জিয়াউল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আশাদুল ইসলাম, এবং ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জি।

পিডি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।