ব্লকে লেনদেন কমেছে সাড়ে ৯ কোটি টাকা
গত সপ্তাহের চার কার্যদিবসে ৩০ প্রতিষ্ঠান ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ১০৫ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯ কোটি ৬৮ লাখ ৯৬ হাজার টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৪ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার টাকার।
ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, বাংলাদেশ সাবমেরিন কেবলস, এমএল ডাইং, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ভিএফএস থ্রেড ডাইং, অগ্রণী ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ঢাকা ব্যাংক, ফরচুন সুজ, জনতা ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, মেট্রো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, সায়হাম কটন, সুহৃদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, লিনডে বিডি, মেঘনা পেট্রোলিয়াম এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের। কোম্পানিটির ৩৮ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
এ ছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১১ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা, সুহৃদের ৫ কোটি ৪৬ লাখ টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ৭৬ লাখ টাকা, ঢাকা ব্যাংকের ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা, এমএল ডাইংয়ের ২ কোটি ৬০ লাখ ১৫ হাজার টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৮১ লাখ ৪৬ হাজার টাকা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ১ কোটি ২৫ লাখ টাকা এবং মেঘনা পেট্রোলিয়ামের ১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে- গ্রামীণফোনের ৭৭ লাখ ২০ হাজার টাকা, মেট্রো স্পিনিংয়ের ৫৯ লাখ ৯৯ হাজার টাকা, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৪৫ লাখ টাকা, কাট্টালি টেক্সটাইলের ৪০ লাখ ৯১ হাজার টাকা, জনতা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৩৫ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ২৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এককভাবে ব্লক মার্কেটে ২০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১৮ লাখ ২৫ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৮ লাখ ২ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ লাখ ৯৪ হাজার টাকা, লিনডে বিডির ১৭ লাখ ৫৮ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ১৪ লাখ ১৩ হাজার টাকা, ফরচুনের ১৩ লাখ ৩০ হাজার টাকা, সায়হাম কটনের ১১ লাখ ৪৮ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ১০ লাখ ৮ হাজার টাকা এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএএস/এনডিএস/এমকেএইচ