ঢাকায় আসছেন টম কামিংস


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৭ আগস্ট ২০১৫

এক সপ্তাহের সফরে শুক্রবার ঢাকা আসছেন বিশ্বখ্যাত ম্যানেজমেন্ট কনসালটেন্ট টম কামিংস। এই সফরে তিনি ব্রাক ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজমেন্টের জন্য ভ্যালু ভিত্তিক ওয়ার্কশপ পরিচালনা করবেন।

টম কামিংস খ্যাতিমান এক্সিকিউটিভ বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্ট পরামর্শক। টম ২৫ বছর যাবৎ একাডেমিক শৃংখলা, ইন্ডাস্ট্রিস এবং ফাইনান্সিয়াল সার্ভিসের নেতৃবৃন্দ এবং কর্মীদের সাথে কাজ করছেন।

টম ইউনিলিভারের লার্নিং এবং অর্গানাইজেশন এর গ্লোবাল হেড; এবিএন এএমআরও ব্যাংক এর লিডারশিপ ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট; এবং বিভিন্ন প্রতিষ্ঠান- যেমন শেল,কম্পাস গ্রুপ, ফরটিস, ম্যারাকন এবং বিইউপিএ এর প্ল্যানিং ও লার্নিং এর প্রোজেক্ট লিডার এবং অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসব দায়িত্ব পালনের পাশাপাশি টম কামিংস  সফল বিজনেস ট্রান্সফরমেশন এবং লার্নিং ভিহাইকেল তৈরি এবং কো-ডিজাইনও করেছেন যার অন্তর্ভুক্ত ক্যামব্রিজ এনার্জি রিসার্চ অ্যাসোসিয়েটস; এক্সিকিউটিভ লার্নিং পার্টনারশিপ; কমন পারপোস নেদারল্যান্ড; ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশন; এবং গ্লোবাল এল্যায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালু (জিএবিভি)। টম কামিংস রচিত গ্রন্থ ‘লিডারশিপ ল্যান্ডস্কেপ’ ; এতে তার সহ-রচয়িতা ড. জেমস কিন (প্যালগ্রেভ ম্যাকমিলান ২০০৮)। এই গ্রন্থে টম কামিংস তার সৃদৃঢ় মনভঙ্গি এবং ব্যবসার প্রতি তার বর্ণাঢ্য দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছেন।

বর্তমানে টম কামিংস ট্যালবার্গ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার; নিয়েনরোড বিজনেস ইউনিভার্সিটি কর্পোরেট গোভারনেন্স ইনিশিয়েটিভ এর মেম্বার এবং লিডিং ভেঞ্চারস বি.ভি এর ডিরেক্টর।

তার বর্তমান কিছু প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ডাচ ডেভেলপমেন্ট ব্যাংক এফএমও এবং অ্যামস্টারডাম ইন্সিটিউট অফ ফাইনান্স এর সাথে কাজ;  ট্রাইওডোস ব্যাংকের সাথে চলমান প্রকল্প এবং এফএমও এর জন্য প্রকল্প।  টম কামিংস তার  ঢাকায় অবস্থানকালে ব্রাক ব্যাংক লিমিটেডে কয়েকটি সিনিয়র ম্যানেজমেন্ট ডিসকাশন এবং দুইদিনব্যপী কর্মশালা পরিচালনা করবেন।

এসএ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।