৫ বছরের জন্য কর ছাড় সুবিধা পেল বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর নামে ব্যাংকে গচ্ছিত সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করেছে সরকার।

গতকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) এনবিআরের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সুবিধা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে ব্যাংকে গচ্ছিত সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করা হলো। যা অীবলম্বে কার্যকর হবে।

এ সুবিধা পেতে বিশ্ববিদ্যালয়টিকে একটি শর্ত মেনে চলতে হবে। সেটি হচ্ছে- কর অব্যাহতি প্রাপ্ত আয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা কর্মককাণ্ডে ব্যবহার করতে হবে।

এমইউএইচ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।