ইউএস-বাংলায় যোগ হচ্ছে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

সাফল্যের ধারাবাহিকতার অংশ হিসেবে নতুন প্রজন্মের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ নিয়ে আসছে দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। চলতি মাসের শেষ সপ্তাহে এয়ারলাইন্সটির বহরে যুক্ত হবে এই ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট। নতুন এয়ারক্রাফটে ১২টি বিজনেস ক্লাসসহ আসন সংখ্যা ১৭০টি। এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবে ইউএস-বাংলা কর্তৃপক্ষ

বর্তমানে এয়ারলাইন্সটির বহরে ৭টি এয়ারক্রাফট রয়েছে। নতুন প্রজন্মের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজ যুক্ত হলে বহরে এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াবে ৮টিতে। বর্তমানে ১৫টি দেশি-বিদেশি গন্তব্য ফ্লাইট পরিচালনা করলেও নিকট ভবিষ্যতে চেন্নাইসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ডানা মেলবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নতুন এয়ারক্রাফটের আগমন বিষয়ে বলতে গিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, ‘কেবল বাণিজ্যিক উদ্দেশ্যই নয়, দেশের পর্যটনশিল্পকে বিকশিত করা বিশেষ করে বাংলদেশি যাত্রীদের আকাশ পরিবহনে ভোগান্তি কমাতে ইউএস-বাংলা তার বহর সম্প্রসারিত করছে।’

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই ‘দ্রুত উড়ুন-নিরাপদে উড়ুন’ স্লোগানে ২টি ছোট এয়ারক্রাফট নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে হাব ধরে আকাশ পরিবহনে ব্যবসা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মাত্র ৫ বছরে দেশের শীর্ষ এয়ারলাইন্সের স্থান দখল করে নিয়েছে এই এয়ারলাইন্স।

আরএম/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।