২০২২ সালের মধ্যে মেট্রোরেলের কাজ শেষ করবে জাইকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলমান মেট্রোরেলের (ম্যাস র‌্যাপিড ট্রানজিট, এমআরটি-৬) কাজ ২০২২ সালের মধ্যে শেষ করতে পারবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমাবর (১১ ফেব্রুয়ারি) বিকেলে হিতোশি হিরাতার নেতৃত্বে তিন সদস্যের জাইকার একটি প্রতিনিধি দল পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাইকার প্রতিনিধি দল পরিকল্পনামন্ত্রীকে জানান, ২০২২ সালের মধ্যে তারা মেট্রোরেল নির্মাণ কাজ শেষ করতে পারবে।

এম এ মান্নান বলেন, ‘এটা (এমআরটি-৬) হলি আর্টিজান দুর্ঘটনার জন্য পিছিয়ে গিয়েছিল। এটা তারাও (জাইকা) স্বীকার করেছে। এর কাজ ২০২২ সালের মধ্যে তারা করতে পারবে বলছে।’

ঢাকার যানজট নিরসনে ২০ বছর মেয়াদি সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) অনুযায়ী, পাঁচটি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে। এর একটির (এমআরটি-৬) নির্মাণ কাজ চলছে।

পিডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।