মাগুরা-নড়াইল মহাসড়কের মান উন্নয়নে ৮১৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

মাগুরা-নড়াইলের প্রায় ৪৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের বাঁক সোজা করাসহ মান বাড়ানো হবে। এজন্য ৮১৬ কোটি ২০ লাখ টাকার বেশি খরচ হবে।

‘মাগুরা-নড়াইল (আর-৭২০) আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় এই কাজ হবে। এটি চলতি বছরের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্পের ওপর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক ডিপিপি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ডিপিপি অনুযায়ী প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৮১৬ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকা।

এই অবস্থায় প্রকল্পটি অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ।

পিডি/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।