অটোমোবাইল শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বামা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বর্লাস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) কার্যনির্বাহী পরিষদের বছরের প্রথম সভা গত বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

সভায় কার্যনির্বাহী সদস্যরাসহ আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মামুনুর রশীদ (রোড মাস্টার), নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ইফতেখার আহমেদ টিপু (ইফাদ অটোস লি.), মো. শহিদুল ইসলাম (এইচ.এন.এস হেভি ইন্ডা. লি.), মো. আলী দীন (রানার মোটরস লি.), সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ (নিটল মোটরস লি.), সাধারণ সদস্য মো. সাইদুর রহমান (বিভা টেক লি.), তানভির আহমেদ (ইফাদ অটোমোবাইলস লি.), সংগঠনের সচিব সরওয়ার এন এ খান প্রমুখ।

সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সংগঠনের সহ-সভাপতি সেলিমা আহমাদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

সভায় বামা সভাপতি হাফিজুর রহমান খান বলেন, দেশের অটোমোবাইল শিল্পের সুষম বিকাশে যথাযথ নীতি নির্ধারণসহ অন্যান্য সহায়তা পেতে সংগঠন কার্যকর ভূমিকা রাখবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হবে। সংগঠনের সদস্যদের স্বার্থ রক্ষায় নতুন কার্যনির্বাহী কমিটি কাজ করবে।-প্রেস বিজ্ঞপ্তি

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।