বাণিজ্য মেলা স্বার্থক : ইপিবি
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্বার্থক হয়েছে বলে জানিয়েছেন মেলার সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপপরিচালক (ফাইন্যান্স) মোহাম্মদ আবদুর রউফ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি শুরু হয় বাণিজ্য মেলা। আগামীকাল শনিবার (৯ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে এ আসর। মেলা শেষ হওয়ার আগের দিন শুক্রবার সন্ধ্যায় মেলার স্বার্থকতার কথা জাগো নিউজকে জানান আবদুর রউফ।
মেলার এ সদস্য সচিব বলেন, ‘শুক্রবারও লক্ষাধিক মানুষ মেলায় এসেছে। মেলার গেট বন্ধ করে দেয়ার মতো অবস্থা। মাইকে রিকুয়েস্ট করতে হচ্ছে, যারা আগে আসছেন, আপনারা বের হয়ে যান। নতুনদের সুযোগ দিন। এটাই আমি মনে করি মেলার স্বার্থকতা। কারণ মানুষ চায় মেলায় আসতে। মানুষ চায় মেলা দেখতে, তার পণ্যটি কিনতে।’
বাণিজ্য মেলায় নিয়মবহির্ভূতভাবে হকারদের উপস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন আবদুর রউফ।
তিনি বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামবে আগামীকাল। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন। যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, তাদের মধ্যে ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে।’
মেলার সময় একদিন বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচনের কারণে ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি শুরু করেছিলাম। শেষ হচ্ছে ৯ ফেব্রুয়ারি। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় একদিন মেলার সময় বৃদ্ধি করেছে। কারণ প্রথম দিন রাষ্ট্রপতি মেলা উদ্বোধন করায় সেদিন তারা ক্রেতা পাননি। পাশাপাশি আবহাওয়া উষ্ণ থাকার কারণে ব্লেজার, শাল বা গরম কাপড়ের ব্যবসা একটু কম হয়েছে। এমন একটা অনুযোগ ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া গেছে।’
২০২০ সালেও শেরেবাংলা নগরে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে বলেও জানান মেলার এ সদস্য সচিব।
পিডি/এনডিএস/এমকেএইচ