অর্থ মন্ত্রণালয় চায় আরও সহযোগিতা, এডিবির তাগিদ দ্রুত বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে চলমান প্রকল্পের পাশাপাশি আরও নতুন এলাকায় তাদের সহযোগিতা চায় অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি এডিবি চায় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন।

মঙ্গলবার দুপুরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে তারা এই ধরনের চাওয়া ও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘এডিবির কান্ট্রি ডিরেক্টর এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য। তারা আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব স্বাভাবিক। দিন দিন আমাদের সম্পর্ক অর্থনৈতিক দিকে আরও উন্নতি করছে। আমরা আশা করি, নতুন সরকার আরম্ভ করেছে। এই সরকারের সময়ও তাদের সাহায্য, সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা তাদের সহযোগিতা পাব। আমরা সেগুলো আলাপ করেছি।’

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করব। আমাদের কিছু প্রকল্প কাজ চলছে। এগুলো খুব দ্রুত সম্পন্ন হবে। সেগুলোর সুফল খুব দ্রুতই মানুষ পাবেন।’

তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী একজন অভিজ্ঞ ব্যক্তি। তিনি অর্থ মন্ত্রণালয়ে এসেছেন। আশা করি, অনেক দ্রুত প্রকল্প বাস্তবায়নে আমরা তার সহযোগিতা পাব। আমরা বৃহৎ অর্থনৈতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। বাংলাদেশ খুবই ভালো করছে। আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’

পিডি/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।