সিএপিএম ভেঞ্চার ক্যাপিটালের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

যাত্রা শুরুর তিন বছরের মাথায় নাম পরিবর্তন করেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সিএপিএম ভেঞ্চার অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (সিভিসিএফএল)। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘সিভিসি ফাইন্যান্স লিমিটেড’ নামে পরিচালিত হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) ধারার আওতায় ২০১৫ সালের ১৬ জুলাই বাংলাদেশ ব্যাংক ইস্যুকৃত ডিএফআইএম(এল)/৩৬ নং লাইসেন্সের মাধ্যমে অনুমোদনপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান ‘সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড’ এখন থেকে ‘সিভিসি ফাইন্যান্স লিমিটেড’ নামে অভিহিত হবে।

এর আগে ২০১৬ সালের ফ্রেবুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দেশের ৩৩তম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে সিএপিএম ভেঞ্চার অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (সিভিসিএফএল)।

প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ছিল ১০৫ কোটি টাকা। যার ৫৬ শতাংশই রয়েছে আইসিবি ও সাধারণ বীমা কর্পোরেশনসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। বাকি ৪৪ শতাংশ মূলধন ব্যক্তি খাতের।

এসআই/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।