৪৬০০ টাকার থ্রি-পিস ২৫৯৫ টাকা
বাণিজ্য মেলায় হরেক রকম পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। নানা ব্র্যান্ডের স্টলে নতুন নতুন পোশাক বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের টানতে আকর্ষণীয় অফার দিয়েছে ড্রেস লাইন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি ৪০% ডিসকাউন্ট দিয়েছে। এতে সাড়াও মিলছে বেশ।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে-ই-বাংলা নগরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখা গেছে,ক্রেতা আর দর্শনার্থীদের ঢল নেমেছে মেলায়। মেলা প্রাঙ্গণে অন্যান্য স্টলের মতোই ড্রেস লাইন স্টলেও বিক্রির যেন উৎসব চলছে।
বাণিজ্য মেলার প্রধান ফটকের কাছেই হওয়ায় ড্রেস লাইন স্টলটি আকর্ষণ কেড়েছে ক্রেতাদের। এরমধ্যে ৪০% ডিসকাউন্ট থাকায় ক্রেতাদের আগ্রহও বেশি।
ড্রেসলাইনের বিক্রেতারা বলছেন, এবার বাণিজ্য মেলা উপলক্ষে ইন্ডিয়া থেকে আনা হয়েছে নতুন নতুন স্টাইলের থ্রি-পিস, টু-পিস ও সেলাই করা হাফ পিস। ফেব্রিক্স আইটেমও রয়েছে স্টলে।
ড্রেস লাইন ফেব্রিক্সের ম্যানেজার রফিকুল্লাহ দিপু বলেন, ‘আজ ছুটির দিন হওয়ায় উপচেপড়া ভিড় শো-রুমে। আমরাও সুযোগটি কাজে লাগিয়ে ডিসকাউন্টে থ্রি-পিস, টু-পিসসহ মেয়েদের হরেক রকম পোশাক বিক্রি করছি।’ গত কয়েক দিনের তুলনায় বিক্রিও হচ্ছে বেশি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা এবার মেলায় ৪৬০০ টাকার থ্রি-পিস বিক্রি করছি মাত্র ২৫৯৫ টাকায়। উদ্দেশ্য একটাই ক্রেতাদের টানা। ক্রেতারা যেন এ মেলা শেষেই মানসম্পন্ন পণ্য কিনতে আমাদের গাউছিয়া গোল্ডেন প্লাজা, বসুন্ধরা সিটিতে আসেন কেনাকাটা করতে।’
ড্রেস লাইন স্টলে কথা হয়, শারমিন সুলতানা নামে এক ক্রেতার সঙ্গে। কয়েকজন বান্ধবী মিলে মেলায় এসেছেন তিনি।
শারমিন বলেন, ‘এখানে থ্রি-পিসগুলো মনে ধরেছে। তাছাড়া ডিসকাউন্টের কারণে সাশ্রয়ও হচ্ছে। এর আগে দেখে গেছি। আজ কয়েকজন বান্ধবী মিলে ডজনখানেক থ্রি-পিস কেনা পড়ল।’
জেইউ/এনডিএস/পিআর